বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অটিজম নিয়ে বাংলাদেশের একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এ প্রস্তাব পাস হয় বলে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম জানিয়েছেন। টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য ‘একটা বিরাট অর্জন’। গত বছর প্রস্তাবটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বোর্ড সভায় উত্থাপিত হলে সেটি গ্রহণ করা হয়। বার্ষিক স্বাস্থ্য সম্মেলন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ।...

